নিজস্ব সংবাদদাতা,মালদা, :কথায় আছে একটি গাছ, একটি প্রাণ। গাছ লাগান, প্রাণ বাঁচান। পরিবেশ রক্ষায় পরিবেশকে সুস্থ রাখতে গাছের ভূমিকার কথা সকলেরই জানা। আর পরিবেশ সুস্থ থাকলেই মানুষ সুস্থ থাকবে, ভালো থাকবে। কিন্তু চারপাশে মাঝেমধ্যে গাছ কেটে ফেলার মতো অভিযোগ শোনা যায়। ফলে বিঘ্নিত হচ্ছে পরিবেশ। যার জেরে বিশ্বজুড়ে উষ্ণায়ন ঘটে চলেছে। তাই উষ্ণায়ন রুখতে গাছ না কেটে তা রক্ষার পাশাপাশি নতুন করে গাছ লাগানোর কথা বলা হচ্ছে।
করোনার আবহে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হল মালদহের সামসিতে। বুধবার ছিল একইসঙ্গে ব্যাঙ্ক ডে ও ডক্টরস ডে। ব্যাঙ্ক ডে উপলক্ষে সামসি এগ্রিল হাই স্কুলে স্টেট ব্যাঙ্কের তরফে এদিনের ওই বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। স্টেট ব্যাঙ্কের সামসি শাখার উদ্যোগে সামসি এগ্রিল হাই স্কুলে লাগানো হয় শতাধিক গাছ। যার মধ্যে রয়েছে দেবদারু থেকে শুরু করে নানা ফল ও ফুলের গাছ।