নিজস্ব প্রতিবেদন ঃ ডুয়ার্সের কালচিনি ব্লকের মধু চা বাগানে রবিবার আদিবাসী সম্প্রদায়ের অন্যতম পবিত্র সারনা মহোৎসব আয়োজিত হল । এই সারনা মহোৎসব উপলক্ষে গণবিবাহও আয়োজন করা হয় । আয়োজক কমিটির পক্ষ থেকে বিনয় কেরকাট্টা জানান, সারনা মহোৎসবে প্রকৃতি পুজো করা হয়। সমাজে যারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া তাদের বিবাহের আয়োজন করানো হয় অনুষ্ঠানে । বর্তমান প্রজন্ম আদিবাসী সম্প্রদায়ের সংষ্কৃতি ভুলতে বসেছে। নিজেদের সংষ্কৃতি বাঁচিয়ে রাখার জন্যই এই সারনা মহোৎসব।