শুক্রবার থেকে আলিপুরদুয়ার জেলার পাঁচ বিধানসভা আসনে ব্যালট ভোটিং

নিজস্ব প্রতিবেদন,আলিপুরদুয়ারঃ কালচিনি এবং মাদারিহাটে মহিলা ভোটারের সংখ্যা বেশি।বিধানসভা নির্বাচনের মুখে আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্রকুমার মিনা একথা জানালেন।বৃহস্পতিবার ডুয়ার্সকণ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান,শুক্রবার থেকে আলিপুরদুয়ার জেলার পাচটি বিধানসভা কেন্দ্রে শুরু হবে ব্যালট ভোটিং। জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের মধ্যে শারীরিকভাবে অক্ষম ভোটার রয়েছেন মোট ৭৯৮৬জন এবং ৮০ বছর বয়সসীমার উর্ধে ভোটার রয়েছেন ১২৭৭৭ জন। এই সমস্ত ভোটারদের ব্যালটে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার থেকে আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রে শুরু হবে এই ভোটারদের ব্যালট ভোটিং। এই ব্যালট ভোটিং সংগ্রহ করবেন দুইজন পোলিং অফিসার। সাথে থাকবেন একজন ক্যামেরাপার্সন এবং এক জন মাইক্রো অবজারভার। এছাড়াও সমস্ত বিষয়টি তদারকি করবেন সেক্টর অফিসার।

ভোটের মুখে প্রায় ২ কোটি ৬৭ লক্ষ টাকার অবৈধ মদ উদ্ধার করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন।বৃহস্পতিবার আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে এক সাংবাদিক সন্মেলন করে একথাই জানালেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা। নির্বাচনকে কেন্দ্র করে পাকড়িগুরি এবং জয়গাঁ সীমান্তে আবগারি দফতরের পক্ষ থেকে কড়াকড়ি আনা হয়েছে নজরদারিতে। ফলস্বরূপ গত এক মাসে প্রায় দুই কোটি ৬৭ লক্ষ টাকার অবৈধ মদ উদ্ধার করতে পেরেছে জেলা প্রশাসন। ৩৬৭ টি রেইড করা হয়েছে বলে জানিয়েছেন আলিপুরদুয়ার জেলা শাসক । জেলায় পাঁচটি বিধানসভায় প্রার্থী সংখ্যা ৪২ জন।প্রতিটি বুথে করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে চলার আদেশ দেন তিনি।মুখে মাস্ক বাধ্যতামূলক।