নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি কাওয়াখালির প্রতিভাবান এথলেট সীমা দাস আগামী ১৩,১৪ ও ১৫ ফেব্রুয়ারী রাঁচিতে অনুষ্ঠেয় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। পাঁচ কিলোমিটার হাঁটা এবং এক হাজার মিটার রেসে অংশ নেবে বাল্মীকি বিদ্যাপীঠ হাইস্কুলের একাদশ শ্রেনীর ছাত্রী সীমা। কিন্তু ওর বড় কষ্ট। কারন অর্থ নেই। এতই অর্থ কম যে ওর মাকে লোকের বাড়ি কাজ করতে হয়।অনুশীলন চালানোর জন্য পুষ্টিকর খাবার খেতে হয়।কিন্তু টাকা কোথায়, তাই সোমবার এসজেডিএ বোর্ড সদস্য গৌতম গোস্বামী এদিন সীমার হাতে একটি ট্র্যাকস্যুট তুলে দিয়েছেন। ওয়াকিং সু কেনার জন্য তুলে দিয়েছেন নগদ পাঁচ হাজার টাকা। তার বাইরে পুষ্টিকর খাবার খাওয়ার জন্য প্রতিমাসে দুহাজার টাকা করে সীমাকে তিনি সহযোগিতা করবেন বলে গৌতমবাবু আশ্বাস দিয়েছেন। এদিন সেই মানবিক কাজে এক অভাবী প্রতিভাবান মেয়েকে উৎসাহ দেওয়ার অনুষ্ঠানে প্রখ্যাত এথলেট প্রশিক্ষক দেবকুমার দে, স্বামী রাঘবানন্দ মহারাজ, মনোজ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।