নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি এন্ড স্মাইল পরিবারের নতুন উদ্যোগ, যাদের দেখার কেউ নেই, ঠিক মতো খেতে পায় না তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে চাল , ডাল ,তেল, সোয়াবিন ও সবজি । সমাজসেবী নবকুমার বসাক জানিয়েছেন, প্রতি মাসে এই সব অসহায় বয়স্ক দিদিমাদের হাতে মাসের বাজার তুলে দেওয়া হবে এন্ড স্মাইল পরিবারের তরফ থেকে ।আর এর জন্য চাই সকলের সহযোগিতা , এক জন মানুষের দায়িত্ব নিন অসহায় বয়স্ক মানুষগুলোর মুখে হাসি ফোটান
যোগাযোগ করুন 079088 46581 নম্বরে